ময়মনসিংহে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ 9:41 pm | April 16, 2023

ময়মনসিংহ প্রতিনিধি:

স্বাধীন সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা আইন সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের সাংবাদিক ও সচেতন সমাজ। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেছেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে। এতে সাধারন মানুষষের জীবনে নাভিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে সংবাদপত্রের কাছে পাঠক সমাজের যে প্রত্যাশা করছে, তা কাঙ্খিত নয়। কারণ প্রতিটি সংবাদপত্র দেশ ও সমাজের আয়না হিসেবে বিবেচিত।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মুসলিম ইন্সটিটিউট হলরুমে ‘পাঠকের দৃষ্টিতে সংবাদপত্রের মূল্যায়ন ও প্রত্যাশা’ র্শীষক এক আলোচনা ও ইফতার মাহফিলে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা এসব কথা বলেন।

দৈনিক আলোকিত বাংলাদেশ ময়মনসিংহ ব্যুরো কার্যালয় আয়োজিত এই ইফতার ও আলোচনায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ মো: শামসুল আলম খান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামীমা আক্তার, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো: সাইদুর রহমান, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, অধ্যক্ষ এখলাছুর রহমান, অ্যাডভোকেট শাজাহান কবীর সাজু, নারী উদ্যোক্তা কাব্য সুমি সরকার।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আলোকিত বাংলাদেশ ময়মনসিংহের ব্যুরো প্রধান খাজা মোজাম্মেল হক খোকন। এ সময় পত্রিকার জেলা প্রতিনিধি কাউছার পারভেজ শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহিদ, বাংলানিউজের সাংবাদিক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর প্রমূখ।

এছাড়াও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক কালবেলা পত্রিকার দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতার ব্যারো চীফ আব্দুল মান্নান পল্টন, সাংবাদিক অনিক খান, সাংবাদিক বিনয় হোসাইন’সহ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএইচইউ