বাংলাদেশের উন্নয়ন সাফল্য থেকে অনেক দেশ শিখতে পারে: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
প্রকাশিতঃ 7:21 pm | May 03, 2023
কালের আলো ডেস্ক :
বাংলাদেশের উন্নয়ন সাফল্য থেকে অনেক দেশ শিখতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সম্প্রতি দুটি টুইট করেছেন। যেখানে তিনি এসব বিষয়ে লিখেছেন।
দুটি টুইটই আবার বিশ্বব্যাংকের অফিসিয়াল একাউন্ট থেকে রিটুইট করা হয়েছে। ডেভিড ম্যালপাস তার টুইটে শেখ হাসিনার সঙ্গে প্রদর্শনীর উদ্বোধনের ছবি টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উদযাপন করতে পেরে আনন্দিত। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি থেকে অনেক দেশ শিখতে পারে।’
পরের টুইটে ডেভিড ম্যালপাস লিখেছেন, ‘৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজের শুভ বৈঠক।’
দ্বিতীয় টুইটের সঙ্গে বাংলাদেশকে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিটি সংযুক্ত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের হাস্যোজ্জল একটি ছবি টুইট করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট সেক্রেটারি মার্সি টেমবন। টুইটে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের প্রভাবশালী অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন করছি। বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়ন সাফল্যের গল্প। এর অনেক ভালো উদাহরণ রয়েছে যা ব্যাপকভাবে অনুকরণীয়।
বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে এ ঋণ দেয়া হবে।
ওয়াশিংটনে স্থানীয় সময় গত সোমবার (১ মে) বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন।
কালের আলো/পিএম/এনএল