ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটি সভাপতির
প্রকাশিতঃ 7:07 pm | May 04, 2023
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটি সভাপতি শামসুল আলম খান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সিইসি কর্তৃক প্রক্রিয়াধীন সকল কালা কানুন বাতিল করতে হবে। সুষ্ঠু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এটি অপরিহার্য।
বৃহস্পতিবার (০৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শামসুল আলম খান আরও বলেন, গোটা দেশের বিভিন্ন সংবাদকর্মীরা মামলা হামলা স্বীকার হয়েছে, সুষ্ঠু তদন্তে বিচার তরান্বিত করতে হবে। বিচারের দাবি নিয়ে অনেক সাংবাদিক মৃত্যুবরনও করেছে।
সভায় সংগঠনের সাধারন সম্পাদক বুলবুল আহমেদের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আব্দুল হাফিজ, আবুল কাশেম, আব্দুস সামাদ আজাদি, নজরুল ইসলাম, শেখ মহিউদ্দিন আহমেদ, নজিব আশরাফ, আজিজুর রহমান খোকন, নাজমুল হুদা মানিক, কাজী মোহাম্মদ মোস্তফা, রঞ্জন মজুমদার শিবু জয়নাল আবেদীন, মুকুট ইব্রাহিম, মফিজ উদ্দিন, আল আমিন, মো: সেলিম মিয়াসহ প্রমুখ সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এছাড়াও ভার্চুয়ালি অংশ নেন সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন, নিয়ামুল কবীর সজল, আতাউর রহমান জুয়েল, মতিউল আলম ও জাকারিয়া তারেক।
সভায় বক্তারা বলেন ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশন সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত-জীবনদানকারী সাংবাদিকদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ রিপোটার্স ইউনিটি ।
কালের আলো/বিএএ/এমএ