নিষেধাজ্ঞা উঠে গেলো, পিএসজির অনুশীলনে মেসি

প্রকাশিতঃ 7:37 pm | May 08, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় লিওনেল মেসিকে এই শাস্তি দেয় পিএসজি। কিন্তু কদিন বাদেই কৃতকর্মের জন্য ক্ষমা চান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে মন গলেছে ক্লাব কর্তৃপক্ষের। নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা।

তাই আগেভাগেই অনুশীলনে ফিরতে দেখা গেছে মেসিকে। ত্রয়েসের বিপক্ষে ৩-১ গোলে লিগ ওয়ানে জেতার ম্যাচে অবশ্য ছিলেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী। নিষেধাজ্ঞার কারণে ক্লাবের কোনও কার্যক্রমেই অংশ নিতে পারতেন না তিনি। তবে সোমবারই ফিরে এলেন।

ম্যাচের পরের দিন অন্যরা বিশ্রামে থাকলেও মেসিকে একা অনুশীলন করতে দেখা যায়। অবশ্য তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি পিএসজি। তেমন কিছু না বললেও বোঝাই যায়, এক সপ্তাহেরও কম সময়ে শাস্তি থেকে রেহাই পেলেন তিনি।ৎে

কালের আলো/এআইএ