সাফল্যের ধারাবাহিকতায় র‍্যাবে এডিজির দায়িত্বে কর্নেল মাহাবুব, পথচলা শুরু নতুন অধ্যায়ের

প্রকাশিতঃ 10:46 am | May 19, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র‍্যাবের নানা পদে তিনি দায়িত্ব পালন করেছেন। স্বাক্ষর রেখেছেন সাফল্যের। দায়িত্ব পালন করেছেন সততা, নিষ্ঠা আর পেশাদারিত্বের সঙ্গে। বিচক্ষণ নেতৃত্বে অর্জন করেছেন সুনাম। মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা, গভীর দেশপ্রেম, আদর্শবাদিতা ও কর্তব্যপরায়ণতায় অটল-অনড় থেকেছেন। ফলত এলিট ফোর্স র‍্যাবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হিসেবে কর্নেল মাহাবুব আলমকেই বেছে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ মে) র‍্যাব সদরদপ্তরে নতুন এডিজি হিসেবে কর্নেল মাহাবুব আলম বিদায়ী এডিজি কামরুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। সম্প্রতি কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালককে (এডিজি, অপারেশনস) বরণ করে নেয় র‍্যাব ফোর্সেস। র‍্যাবপ্রধান পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) এম খুরশীদ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। এরই মধ্যে দিয়ে র‍্যাবে নিজের নতুন এক অধ্যায়ের সূত্রপাত করলেন মেধাবী ও কর্মঠ হিসেবে সুপরিচিত কর্নেল মাহাবুব।

জানা যায়, প্রায় দু’সপ্তাহ যাবত বলাবলি হচ্ছিল-র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হিসেবে কর্নেল মাহাবুব দায়িত্ব পেতে যাচ্ছেন। ওই সময় তিনি একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। অবশেষে তাঁর ওপরেই আস্থা রাখে সরকার। র‍্যাবের আরও আধুনিক ও শক্তিশালী পথচলা নিশ্চিতে সম্মুখ থেকেই এবার নেতৃত্ব দেবেন দীর্ঘ বর্ণাঢ্য চাকরি জীবনে দায়িত্ববোধের অনন্য নজির স্থাপন করা দেশপ্রেমিক এই সেনা কর্মকর্তা।

র‍্যাব সদর দপ্তর জানায়, কর্নেল মাহাবুব আলম এর আগে র‌্যাব ফোর্সেসে সাফল্যের সঙ্গে চাকরি করেছেন। একসময় র‌্যাব-৫-এর অধিনায়ক ছিলেন। ছিলেন বাহিনীটির গোয়েন্দা শাখার পরিচালকও। প্রায় ৩ বছর নিরবচ্ছিন্নভাবে শক্ত হাতে এই দায়িত্ব সামাল দিয়েছেন। ওই সময় ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ৫০০ জনকে আটক ছিল অন্যতম বড় সাফল্য। ওই দায়িত্বের আগে মাহাবুব আলম র‌্যাবের অপারেশনস উইংয়ের পরিচালকও ছিলেন।

এরপর কর্নেল পদে পদোন্নতি পেয়ে তিনি নিজ বাহিনীতে ফিরে যান। র‌্যাবে দায়িত্ব পালনকালে তার জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও অন্যান্য আভিযানিক কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ বিএম লং কোর্সের এই কর্মকর্তা পদাতিক কোরের কর্মকর্তা মাহাবুব আলম র‌্যাবে কর্মরত অবস্থায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন।

কালের আলো/এমএএএমকে