সবুজ সমারোহ মসিকের বৃক্ষ মেলায়, সবুজ ময়মনসিংহ গড়তে চান মেয়র
প্রকাশিতঃ 3:52 pm | May 26, 2023
অনিক খান, ময়মনসিংহ :
যান্ত্রিক নগরীতে বসেছে এক চিলতে সবুজের মেলা। এজন্য নগরীর টাউন হল প্রাঙ্গণের চারদিকে তৈরি হয়েছে শুধু সবুজ আর সবুজের সমারোহ। মাসব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ঠাঁই পেয়েছে নানা প্রজাতির গাছ। থোকায় থোকায় ধরে থাকা চেনা-অচেনা ফল, প্রস্ফুটিত ফুলের সৌন্দর্য্য-সবই আছে মেলাটিতে। দৃষ্টি জুড়িয়ে যায় অন্যরকম কিছু অবলোকনে।
সবুজের নান্দনিকতার অপার বিস্ময়, হৃদয়ে প্রকৃতির প্রতি তৈরি করে প্রেমের অনুরণন। বৃক্ষপ্রাণে প্রকৃতিকে রাঙাতে বরাবরের মতো এবারও মাসব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
শুক্রবার (২৬ মে) বেলা ১১ টায় নগরীর টাউন হল প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। মেলায় দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, পুষ্পজাতীয় ও অর্নামেন্টাল বা সৌন্দর্যবর্ধনকারী ২৫ টি স্টল ঠাঁই পেয়েছে। মেলাটি আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। উদ্বোধনের পর বিকেল থেকেই নানা বয়সী, শ্রেণি পেশার মানুষের পদচারণায় জমে উঠেছে বৃক্ষমেলা।
সরেজমিনে দেখা যায়, স্টলের সামনের জায়গায় থরে থরে সাজানো নানা প্রজাতির দেশি-বিদেশি গাছ। ফলের চারাগুলোতেও ধরেছে মৌসুমী ফল। গোলাপ, গাঁদাসহ হরেক ফুল মেলায় আপনাকে জানাবে সাদর সম্ভাষণ। দুলিয়ে দেবে বৃক্ষপ্রেমীর মনকেও।
বৃক্ষপ্রেমীদের এই প্রাণের মেলার জন্যই অপেক্ষা করেন নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম। সেই কথাই জানিয়ে এই শিক্ষার্থী বলেন, ‘এতো বড় বৃক্ষমেলা গোটা ময়মনসিংহে কেবল মসিকই আয়োজন করে। এই মেলার মাধ্যমে আমরা নানা প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হতে পারি। পছন্দ হলে গাছ কিনি। পুরোটা সময় প্রকৃতির কাছাকাছি থাকার দারুণ এক সুযোগ।’
এ ধরনের বৃক্ষ মেলা পরিবেশ রক্ষায় মুখ্য ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করে মেলায় আগত জুলফিকার হায়দার নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বলেন, ‘বৃক্ষ মেলায় রকমারি বৃক্ষের সমাহার দেখে মুগ্ধ হয়েছি। কেননা গাছপালা আমাদের চারপাশের পরিবেশের প্রধান উৎস। এই মেলা আমাদের পরিবেশ সম্পর্কেও সচেতন করে।’
নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করতেই আয়োজন
মাসব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতি বছরই ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। এছাড়া এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারাও উৎসাহিত হয়, যা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘মানুষ এখন বাড়ির ছাদ, আঙিনা, খালি জায়গায় বৃক্ষরোপণ করছে। এই মেলা এ সকল উদ্যোগকে আরও বেগবান করবে, যা সবুজ ময়মনসিংহ গড়ায় ভূমিকা রাখবে।’
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সেলিনা আক্তার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা প্রমুখ।
কালের আলো/একে/এমএএএমকে