বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন
প্রকাশিতঃ 11:38 am | May 29, 2023
মেহজাবিন বানু :
আজ ২৯ মে (সোমবার) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস, ২৯ মে, একটি আন্তর্জাতিক দিন যে সব পুরুষ ও নারী যারা তাদের উচ্চ স্তরের পেশাদারত্ব, উৎসর্গ এবং সাহসের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কাজ করেছেন এবং পরিষেবা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং শান্তির জন্য যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবে এবং শান্তিরক্ষা মিশনের কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল হবে।
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং ২৫ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন এবং তার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশ্বজুড়ে শান্তির জন্য বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত সব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ আদর্শে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ শান্তি ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সর্বদা বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, যা সব বাধা অতিক্রম করে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণ করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী তার সর্বোচ্চ পেশাদারত্ব দেখিয়ে শুধু অভ্যন্তরীণ বিষয়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বৃদ্ধি করছে। কর্ম নৈতিকতা ও পেশাদারত্বের অভাবনীয় সাফল্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজ বাংলাদেশ সেনাবাহিনী একটি অপরিহার্য নাম।
১৯৮৮ সালে জাতিসংঘ ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ (ইউএনআইএমওজি) মিশনে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক মোতায়েনের মাধ্যমে এই অগ্রগতি শুরু হয়। পরবর্তী বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে পেশাদারত্ব ও নিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অবস্থান সুসংহত করে।
প্রথম দশকে জাতিসংঘ মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ছিল উত্থান-পতনে পূর্ণ। তবে নিঃসন্দেহে প্রথম দশকের অভিজ্ঞতা পরবর্তী দশকে বাংলাদেশ সেনাবাহিনীকে তার অর্পিত দায়িত্ব পালনে সমৃদ্ধ করেছে। সংঘাতে জড়িত দল বা গোষ্ঠীগুলোকে অবশ্যই তাদের আশ্বস্ত করার চেষ্টা করতে হবে যে, শান্তিরক্ষীদের লক্ষ্য কাউকে আঘাত করা নয় বরং বেসামরিক নাগরিক এবং জাতিসংঘের কর্মীদের জীবন রক্ষা করা।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে অর্পিত দায়িত্ব পালন করছে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে। বাংলাদেশ সম্প্রতি শান্তিরক্ষী পাঠানোর শীর্ষ দেশ হিসেবে তার অবস্থান পুনরুদ্ধার করেছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এ স্থানটিকে পুনরুদ্ধার করা নিঃসন্দেহে একটি ঈর্ষণীয় মাইলফলক।
অনন্য মাত্রার আফ্রিকা মহাদেশজুড়ে ১৫০টিরও বেশি মিলিশিয়া বাহিনীর সাথে অবিরাম সংঘর্ষের পটভূমিতে, নীল হেলমেট পরা নিবেদিতপ্রাণ বাংলাদেশী শান্তিরক্ষীদের কাজ আজ বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত। বাংলাদেশ একটি শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, যা বিশ্বব্যাপী শান্তিরক্ষা এবং দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ও বজায় রাখার দৃঢ় প্রতিশ্রুতিসহ সংঘাত-পরবর্তী শান্তি বিনির্মাণে নিয়োজিত রয়েছে।
বর্তমানে বাংলাদেশের ১৫টি কন্টিনজেন্ট জাতিসংঘের সক্ষমতা প্রস্তুতি ব্যবস্থায় (ইউএনপিসিআরএস) অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নতুন কন্টিনজেন্ট মোতায়েন করার দ্বার উন্মোচিত হয়েছে। জাতিসংঘের প্রতিনিধি দলের মাধ্যমে এই কন্টিনজেন্টগুলোর মূল্যায়ন এবং পরামর্শমূলক পরিদর্শন প্রক্রিয়াধীন। দুটি কন্টিনজেন্ট ইতিমধ্যে ইউএনপিসিআরএস, র্যাপিডলি ডেপলয়েডএবল লেভেল (আরএলডি) হিসেবে যোগ্যতা অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
এ পর্যন্ত ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮৩ হাজার ৬৭৯ জন সদস্য অংশ নেন। বর্তমানে বিশ্বের ৮টি দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬ হাজার ৮৩২ জন সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ১৬১ জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন। দেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে থেকেও করোনা মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশ হয়ে পেশাগত জীবনে এক বিরল অভিজ্ঞতা অর্জন করেছে।
যেহেতু জাতিসংঘ বহুজাতিক শক্তির সাথে কাজ করে প্রতিটি দেশের সামরিক বাহিনীর চিন্তাভাবনার সাথে সমন্বয় করে ভাষাগত পার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের কমান্ডারদের সাথে যোগাযোগ রাখে তাই নিঃসন্দেহে সঠিক পরিকল্পনা সমন্বয় ও বাস্তবায়ন করা একটি চ্যালেঞ্জিং কাজ, যা বাংলাদেশী শান্তিরক্ষীরা পারদর্শী।
জাতিসংঘ মিশনে ভ্রমণের অনিশ্চয়তা, অবস্থানের সময়কাল, নিজের এবং পরিবারের জন্য প্রস্তুতির সময়ের অপর্যাপ্ততা, পরিবার থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা, ভিন্ন ভাষা ও সংস্কৃতি, মিশনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার অনিশ্চয়তা ইত্যাদি মানসিক চাপ সৃষ্টি করে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মোতায়েন। কোনটি একজন আন্তর্জাতিক শান্তিরক্ষীর জন্য খুবই স্বাভাবিক? এছাড়া যুদ্ধক্ষেত্রের ভয়ানক ও চরম প্রতিকূল পরিবেশ মন-মগজে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তা যুদ্ধের নৃশংসতা ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে বহুগুণ বেড়ে যায়। এতসব চাপ সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যরা জাতিসংঘ মিশনে দক্ষতার সাথে সরাসরি ভূমিকা পালন করে যাচ্ছেন।
প্রতিষ্ঠার ৫০ বছর পর পেশাদার বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের কঠোর পরিশ্রম, চেতনা, দেশপ্রেম ও দক্ষতার মাধ্যমে নিজেদের জাতির গর্ব করে তুলেছে। গত দুই বছর ধরে চলমান প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে চলেছে। ‘আমরা যুদ্ধে, আমরা শান্তিতে, আমরা সর্বত্র, দেশের মাটিতে’ এই মূলমন্ত্র নিয়ে সূচিত বাংলাদেশ সেনাবাহিনী তার দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী বিশ্বের যেকোনো স্থানে জাতিসংঘের বাধ্যতামূলক শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক শান্তিরক্ষায় অনন্য ও যুগোপযোগী অবদান রাখছে, যা নিঃসন্দেহে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘের মতো বহুজাতিক পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনীর কাজের সুযোগ অনেক। এ ধরনের আন্তর্জাতিক পরিবেশে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একদিকে যেমন সামরিক খাতে বৈশ্বিক অগ্রগতির কারণে সংগঠিত সব নীতি ও প্রযুক্তিগত উন্নয়নের সরাসরি অংশীদার হতে পারছে, ঠিক তেমনি শান্তিরক্ষায় নিয়োজিত সামরিক কর্মীরা পাচ্ছে বিভিন্ন দেশের সামরিক কর্মীদের সাথে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ।
ফলে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন ভাষাগত দক্ষতা, সামরিক পেশাদারত্ব, নৈপুণ্য এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভবিষ্যৎ সম্ভাবনার কথা বিবেচনা করে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন সামরিক সরঞ্জাম কেনার সুযোগ তৈরি হয়েছে।
এই চলমান প্রক্রিয়া যেকোনো দেশের সামরিক আধুনিকায়নের জন্য অনস্বীকার্য। শান্তিরক্ষা মিশন বাংলাদেশের অর্থনীতির জন্য পরোক্ষ আর্থিক সুবিধাও তৈরি করেছে, বিশেষ করে কৃষি ও ওষুধ খাতে, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বাজার তৈরি করেছে। উদাহরণস্বরূপ, বর্তমানে বাংলাদেশী উদ্যোক্তারা আফ্রিকার বিভিন্ন দেশে কৃষিজমি লিজ নিয়ে খামার স্থাপন করেছে, যা বাংলাদেশ এবং লিজিং দেশ উভয়ের খাদ্য চাহিদা মেটাতে ইতিবাচক ভূমিকা পালন করছে এবং একই সাথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সশস্ত্র বাহিনীর বাঙালি অফিসার ও সদস্যরা পাকিস্তান সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের সাহসী আত্মত্যাগের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। বাঙালি জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘বাংলাদেশ সেনাবাহিনী’ আজ কাজ করছে। নিজের দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ দক্ষতা ও সুনাম রাখছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলবে এবং শান্তিরক্ষা মিশনের কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল হবে।
লেখক: গবেষক।