ঢাকার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সুলতানা রাজিয়া
প্রকাশিতঃ 11:36 am | May 28, 2023
কালের আলো ডেস্ক:
ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন সুলতানা রাজিয়া। তিনি রাজধানীর ভাটারা থানার হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
শনিবার (২৭ মে) রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহের ঢাকা মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুলতানা রাজিয়াকে ঢাকা মহানগরীর মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়।
সুলতানা রাজিয়া ১৯৮২ সালে ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামে জন্মগ্রহণ। তিনি সমলা তাহের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বাটাজোর সোনার বাংলা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে বিএ এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে বি. এড ও ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেন।
এবার ঢাকা মহানগরে মোট চারজন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক ড. রুমানা আফরোজ, স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীনা কবির ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন গুলশানের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আফতাব উদ্দিন আহমেদ।
কালের আলো/ডিএস/এমএম