গাম্বিয়া সেনাবাহিনীর রণ প্রস্তুতি ও মহড়া অবলোকন করলেন জেনারেল এস এম শফিউদ্দিন

প্রকাশিতঃ 10:21 pm | June 13, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

প্রায় চার মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ-গাম্বিয়ার যৌথভাবে সেনা মোতায়েনে গাম্বিয়ার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল বাংলাদেশ। ওই সময় দেশটি সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদু তাঙ্গারা এ বিষয়ে গাম্বিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবের একটি অনুরোধপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হস্তান্তর করেছিলেন। প্রধানমন্ত্রী এতে নীতিগতভাবে সম্মতি দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণে দেশটির সরকারের আমন্ত্রণে সেখানে সফরে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাব ও সক্ষমতা সরেজমিনে দেখছেন তিনি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গাম্বিয়া সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৩ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি, রণ প্রস্তুতি ও মহড়া অনুশীলন অবলোকন করেন। এছাড়াও তিনি গাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ সুবিধাদি, ফাজারা ব্যারাক ও গাম্বিয়ার গার্ডস ব্যাটালিয়ন পরিদর্শন করেন।

আইএসপিআর আরও জানায়, গাম্বিয়া সফরের প্রথম দিনে সোমবার (১২ জুন) সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা এর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি গাম্বিয়া জাতীয় পরিষদের প্রতিরক্ষা নির্বাচন কমিটির সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

কালের আলো/এমএএএমকে