প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে খালেদার আপিল

প্রকাশিতঃ 4:47 pm | December 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে খারিজ হওয়া রিটের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ আবেদন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার করা রিট গত ১৮ ডিসেম্বর খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

দুই মামলায় ১৭ বছরের দণ্ড মাথায় নিয়ে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে নমিনেশনপত্র জমা দেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর খালেদা জিয়ার সাজা দুই বছরের বেশী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

রিটার্নিং কর্মকর্তার ওই আদেশে ক্ষুব্ধ হয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছিলেন।

কালের আলো/ওএইচ