৬৯৯ টাকায় ইনস্টাগ্রামে ব্লু-ব্যাজ পাওয়ার সুযোগ
প্রকাশিতঃ 1:24 pm | June 19, 2023
তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো:
ইনস্টাগ্রাম আইডিতে ব্লু-ব্যাজ পেতে আর কষ্ট করতে হবে না ব্যবহারকারীদের। এখন খুব সহজেই পাওয়া যাবে এই সুবিধা। তবে এর জন্য প্রতি মাসে গুনতে হবে ৬৯৯ টাকা।
সম্প্রতি মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ইনস্টাগ্রাম আইডি ভেরিফায়েড পরিষেবা চালু করেছে মেটা।
জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ফোনেই ইনস্টাগ্রাম আইডি ভেরিফায়েড সুবিধা মিলবে। তবে মাসিক ফি দেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ সরকারি পরিচয়পত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। একইসঙ্গে ব্যবহারকারীর বয়স ১৮ বছর হতে হবে।
মেটা জানায়, ব্লু টিক যোগ হলে বাড়তি কিছু সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। কাস্টমার সাপোর্ট পাওয়া যাবে সরাসরি। পাশাপাশি নিজেদের ফলোয়ারও বাড়াতে পারবেন। আপাতত ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই পরিষেবা পাওয়া যাবে।
কালের আলো/এমএইচ/এসবি