ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে পার্থর রিট

প্রকাশিতঃ 8:43 pm | December 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঋণখেলাপির অভিযোগে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান এর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার তারই প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ আবেদন করেন

জানা যায়, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী ২৬ ডিসেম্বর এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনও আদেশ হয়নি।

তিনি আরো বলেন, পরে হলফনামায় বলেছেন ঋণ পুন:তফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই। অর্থাৎ তিনি ঋণ খেলাপি।

কালের আলো/এএ/এমএইচএ