কুয়েতের বিপক্ষে তারিককে একাদশে রেখেছে বাংলাদেশ
প্রকাশিতঃ 3:42 pm | July 01, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাফে মালদ্বীপ ম্যাচে গোল করে শেষের দিকে চোটে পড়েছিলেন ডিফেন্ডার তারিক কাজী। এরপর ভুটান ম্যাচে দর্শক ছিলেন তিনি। আগের দিন চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। প্রত্যাশিতভাবে আজ শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে একাদশে ফিরেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ফুটবলার। শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
তারিক না থাকায় ভুটান ম্যাচে রহমত মিয়া খেলেছিলেন। আজকে তারিক চলে আসায় রহমতের জায়গা হয়েছে বেঞ্চে। এছাড়া আগের ম্যাচে খেলা ১০ জনই একাদশে রয়েছেন।
আজও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলার সম্ভাবনা বাংলাদেশের। এই ছকে সফলতা আসায় কোচ হাভিয়ের কাবরেরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কুয়েতের বিপক্ষে আগের দু’বারের দেখায় বাংলাদেশ জিততে পারেনি। হেরেছে দু’বারই। তবে আজ আরব দেশটির বিপক্ষে জেতার লক্ষ্য নিয়ে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে। জিততে পারলে ২০০৫ সাফের পর আবারও ফাইনালে উঠার সুযোগ পাবে লাল সবুজ দল।
বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।
কালের আলো/এমএএইচইউ