ভোট রাজনীতিতে কী অভিষেক ঘটছে সজীব ওয়াজেদ জয়ের?
প্রকাশিতঃ 10:40 am | July 04, 2023
কালের আলো রিপোর্ট :
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন ভোটের লড়াইয়ে কী সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অভিষেক ঘটছে এমন কৌতুহল তৈরি হয়েছে। রাজনীতিতে তার সরাসরি অংশগ্রহণ নিয়ে দলের ভেতর আগ্রহ, উচ্ছ্বাস রয়েছে। বর্তমানে জয় রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন। জয় জাতীয় রাজনীতির মাঠে আসছেন কিনা বা রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়টি তার নিজের ও দেশের মানুষের ওপর নির্ভর করছে বরাবরই এমনটি জানিয়েছেন তার মমতাময়ী মা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুইদিনের সফরে গত শনিবার সড়কপথে গোপালগঞ্জ গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুনরায় নৌকায় ভোট দিতে আহ্বান জানান। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর এ কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সফর এবং সেখানে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় রাজনীতিতে বিশেষ নতুন কোনো বার্তা কিনা এ নিয়ে দলের ভেতরে-বাইরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। তবে কী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের কোনো আসন থেকে সজীব ওয়াজেদ জয় নির্বাচন করছেন সেই প্রশ্নটিও মোটা দাগে সামনে চলে এসেছে। ফলত ভোটকে ঘিরে এখন দেশের রাজনীতি-সচেতন সবার চোখ বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে।
দেশের লাখ লাখ তরুণের প্রাণে স্বপ্ন বুনে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। টেক বিশ্বে নতুন নতুন উন্নয়ন প্রযুক্তি আর কনটেন্ট, তরুণদের হাতে তিনি দিচ্ছেন নব নব আইডিয়া। এই মেধাবী তারুণ্যের হাত ধরেই সমৃদ্ধ আগামীর বাংলাদেশ পৌঁছাবে নতুন উচ্চতায়। তাকে এবার পুরোদমে ভোট রাজনীতিতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মনে করেন, আধুনিক প্রযুক্তিশীল যুগের সঙ্গে তাল মিলিয়ে দলকে এগিয়ে রাখতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীপুত্র সর্বোচ্চ যোগ্য। তাছাড়া বঙ্গবন্ধুর দৌহিত্র হিসেবে ভোট রাজনীতিতে তাঁর অংশগ্রহণ সময়ের সুতীব্র প্রয়োজন।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের গোপালগঞ্জ সফর সেখানকার বাসিন্দাদের মাঝে নতুন এক মাত্রা যোগ করেছে। বঙ্গবন্ধুর দৌহিত্র হিসেবে এবং তার যোগ্যতা ও তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তার জন্য তৃণমূল আওয়ামী লীগ থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগ সবসময় চেয়েছে সজীব ওয়াজেদ জয় সরাসরি রাজনীতিতে আসুক। আওয়ামী লীগকে এবং দেশের মানুষকে সামনে থেকে নেতৃত্ব দিক। তবে সরাসরি রাজনীতিতে আসা না আসা সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আগামী নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন কিনা সে ব্যাপারে সুনিদিষ্ট তথ্য জানা নেই।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের সংসদ নির্বাচনে মা শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোট চাইতে পীরগঞ্জে কয়েকটি জনসভায়ও অংশ নেন সজীব ওয়াজেদ জয়। রাজনীতিতে সব সময়ই তার অংশগ্রহণ আছে। কারণ দলের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র হিসেবে তিনি তার মাকে সব সময় সহযোগিতা করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সজীব ওয়াজেদ জয় এবার জাতীয় নির্বাচনে প্রার্থী হোক বা না হোক সেটি ভিন্ন বিষয়। তবে তিনি যে নির্বাচনে বড় অবদান রাখবেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে ২০০৮ সালে যখন আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল তার নেপথ্যের মূল কারিগর ছিলেন সজীব ওয়াজেদ জয়। অর্থাৎ তিনি সরাসরি নির্বাচনে না করলেও নির্বাচনে তার একটি বড় প্রভাব থাকবে বা তার উপস্থিতি থাকবে সেটি মোটামুটি নিশ্চিত। তবে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটা সময়ই বলে দেবে।
কালের আলো/এমএএএমকে