শুরুতেই ফিরলেন লিটন-নাজমুল
প্রকাশিতঃ 7:30 pm | July 08, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ দল। ফলে সিরিজে জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য রেকর্ড ৩৩২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। তবে এই লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের ৩৩১ রান তাড়া করতে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। লিটন দাস ১৫ বলে ১৩ ও ওয়ান ডাউনে নামা শান্ত ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন। এখন আরেক ওপেনার নাঈম শেখ ৯ এবং তাওহিদ হৃদয় ১ রানে ব্যাট করছেন।
কালের আলো/এমএইচ/এসবি