জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

প্রকাশিতঃ 11:49 am | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জামায়াত ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনের চার ব্যক্তির আবেদন না মঞ্জুরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি বুধবার (২৬ ডিসেম্বর) উপস্থাপন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। তিনি জানান, আজ আবেদনটি উপস্থাপনের পর আদালত আগামীকাল (বৃহস্পতিবার) তা কার্য তালিকায় রাখার নির্দেশ দিয়েছেন।

কালের আলো/এএ/এমএইচএ