বড় দু’দলের শান্তিপূর্ণ সহাবস্থানে ‘সফল’ ডিএমপি’র ‘টিম ওয়ার্ক’

প্রকাশিতঃ 10:11 pm | July 13, 2023

কালের আলো রিপোর্ট:

বিদেশী উপস্থিতির ভেতর রাজনৈতিক উত্তাপ। মাত্র দেড় কিলোমিটারের ব্যবধানে রাজপথে শক্তির খেলায় মুখোমুখি হয়েছিল বড় দু’রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী পক্ষ বিএনপি। বুধবার (১২ জুলাই) কূটনীতিক আর দেশের মানুষের চোখ ছিল রাজধানীতে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ থেকে পাল্টাপাল্টি এক দফার ঘোষণা আসে। স্বল্প দূরত্বের সমাবেশ নিয়ে অনেকের কপালে ছিল চিন্তার ভাঁজ। কিন্তু ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে ‘টিম ডিএমপি’র সার্বিক পরিকল্পনা, কৌশল, সর্বোচ্চ সতর্কতা আর অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ব্যাপক গোয়েন্দা নজরদারি শেষ পর্যন্ত নির্বিঘ্ন ও নিরাপদ রেখেছে মেগা সিটি ঢাকাকে। জনভোগান্তি ছাপিয়ে সবার মুখে মুখে ছিল দুই দলের শান্তিপূর্ণ সমাবেশ এবং রাজপথে সহাবস্থানের বিষয়টি। প্রশংসা কুড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ব্যবস্থার চিত্রটিও।

কেউ কেউ বলছেন, গত বুধবারের দু’দলের বহুল আলোচিত সমাবেশকে ঘিরে রাজপথের চিত্র বদলে যায়। এ সময়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের হাই প্রোফাইল প্রতিনিধিদল বাংলাদেশ সফরে ছিল। তাদের নজর কাড়তেই সরকার ও বিরোধী দলের এমন শান্তিপূর্ণ অবস্থান। পাশাপাশি বিশ্লেষকরা এই বিষয়ের পাশাপাশি টিম ডিএমপি’র অগ্রণী ভূমিকাকেও ফোকাস করেছেন।

তাঁরা বলছেন, সমাবেশ দুটিতে যেন কোন বিশৃঙ্খলা না ঘটে এজন্য ব্যাপকভাবে তৎপর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাঁরা গোটা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে নিজেদের নেতৃত্বের মুন্সীয়ানার স্বাক্ষর রেখেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে রাজধানীতে স্বস্তির সুবাতাস নিশ্চিতের চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে ডিএমপির সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই খন্দকার গোলাম ফারুক বারবার বলেছেন; স্মরণ করিয়ে দিয়েছেন ‘পুলিশের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। নিজেদের মেধা কাজে লাগিয়ে আত্মমর্যাদার সঙ্গে কাজ করতে হবে। বলা হয়ে থাকে বাংলাদেশ পুলিশের বেস্ট পুলিশ অফিসাররা ডিএমপিতে কাজ করেন। নিজেদের দক্ষতা দিয়ে ডিএমপির সেই সুনাম ধরে রাখতে হবে।’ নিজের টিমের সদস্যদের অনুপ্রাণিত করে একাধিকবার তিনি বলেছেন, ‘তোমাদের কাছে একটাই চাওয়া, পুলিশের মর্যাদা অক্ষুণ্ন রেখে দুই কোটি নগরবাসীর নিরাপত্তা সবাই মিলে আমরা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে।’ বুধবার (১২ জুলাই) পাল্টাপাল্টি এক দফার শান্তিপূর্ণ সমাবেশকে ঘিরে সব রকমের সংঘাত এড়িয়ে তাঁর নেতৃত্বে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে ‘টিম ডিএমপি’র সফলতাও আলোচনার টেবিলে বিশেষভাবে ঠাঁই করে নিয়েছে।

কালের আলো/ওয়াইএ/এমকে