টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 5:44 pm | July 14, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির শঙ্কা নিয়েই টস করতে নামেন দল দুটির অধিনায়করা। তবে সিলেটের আবহাওয়া এখন বেশ রোদ্রৌজ্জ্বল এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই!

বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

কালের আলো/এমএইচ/এসবি