৭ বেসরকারি টেলিভিশনে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সম্প্রচার শুরু

প্রকাশিতঃ 4:46 pm | December 26, 2018

টেক ডেস্ক, কালের আলো:

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে সাতটি বেসরকারি টেলিভিশন। এখন বিনামূল্য হলেও মার্চ থেকে এ সেবা বাণিজ্যিকভাবে শুরু হবে বলে জানিয়েছে স্যাটেলাইট কোম্পানি। স্যাটেলাইটের মাধ্যমে মানসম্পন্ন সেবা পাওয়া যাচ্ছে, বলে জানিয়েছেন টেলিভিশনের কর্মকর্তারা।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্যদিয়ে গত ১১ মে বিশ্বে স্যাটেলাইটের অধিকারী ৫৭তম দেশ হিসাবে নাম লেখায় বাংলাদেশ। এর নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে দেশে সেবা দেয়ার প্রস্তুতি নেয় বিসিএসসিএল।

এরই মধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ দেশের সাতটি বেসরকারি টেলিভিশন পরীক্ষামূলক বঙ্গবন্ধু স্যাটেলাইটের তরঙ্গ ব্যবহার করছে।

কর্তৃপক্ষ জানায়, দুই মাস পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা সম্পূর্ণ ক্রটিমুক্ত হবে। এ সময় বিনামূল্যে ব্যবহার করলেও আগামি মার্চ থেকে এ জন্য অর্থ পরিশোধ করতে হবে।

বর্তমানে বিদেশি স্যাটেলাইট সেবা নিয়ে প্রতি মেগাহার্জ ব্যান্ডউইথের জন্য গড়ে তিন লাখ ৩২ হাজার টাকা দিতে হচ্ছে টেলিভিশনগুলোকে। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে এই মূল্য আরো কম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/টিডিএ/এমএইচএ