দুর্বৃত্তদের ধর্ম, দল থাকতে পারে না : কাদের

প্রকাশিতঃ 1:04 pm | October 05, 2017

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্বৃত্তদের কোনো ধর্ম, দল থাকতে পারে না। আওয়ামী লীগ পরিচয়েও দুর্বৃত্ত আছে। কিন্তু দুর্বৃত্তদের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করেন।’

বুধবার (৪ অক্টোবর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। তিনি বলেন, ‘আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না, সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন। আমাদের জানাবেন।’

সাম্প্রদায়িক সহিংসতার বিষয়ে বৌদ্ধদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদেরকে মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক আছে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বৈঠকে জানান, এবার বৌদ্ধদের প্রবারণা উৎসবের অর্থের একটি অংশ রোহিঙ্গাদের দেওয়া হবে।