প্রয়াসের শিক্ষার্থীদের নজরকাড়া চিত্রকর্ম-হস্তশিল্পে মুগ্ধ নুরজাহান আহমেদ

প্রকাশিতঃ 11:22 pm | July 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও থেরাপির সাহায্যে সমাজের মূল স্রোতের সঙ্গে একীভূত করার লক্ষ্য নিয়েই পথচলা শুরু কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের। দেখতে দেখতে কেটেছে ১৭ বছর। এক সময় যারা ছিল অবহেলিত সেই শারীরিক, বুদ্ধি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু-কিশোরেরা প্রয়াসের অসামান্য প্রয়াসে নিজেদের মানসিক বিকাশে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। আদর স্নেহে ওদের চিত্রকর্ম আঁকতে শিখিয়েছেন শিক্ষকরা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিশেষ শিশুদের হস্তশিল্পও নজর কাড়ে।

সকল বাধা ঠেলে সমাজের অন্য শিশুদের মতো মূলস্রোতধারায় সম্পৃক্ত কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ শিশুদের আঁকা-আঁকি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর হস্তশিল্প পরিদর্শনে রীতিমতো মুগ্ধ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র জীবনসঙ্গী ও প্রয়াসের পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ। মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে বিশেষ শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেন তিনি।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রয়াসের শিক্ষার্থীরা ‘আকাশ ছোয়া স্বপ্ন’ শিরোনামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও প্রয়াস পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রয়াসের সহকারি পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবকমণ্ডলী, বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আইএসপিআর জানায়, একটি আদর্শ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গণে প্রয়াস এর কৃতি শিক্ষার্থীরা সর্বমোট ৪৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করছে, যা দেশের জন্য অনন্য অর্জন। বর্তমানে প্রয়াসের অনেক শিক্ষার্থীরা বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মমূখী পেশায় নিয়োজিত রয়েছেন।

কালের আলো/এমকে/আরআই