আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ডিএমপি, আগুন সন্ত্রাসে জড়িতরা নজরদারিতে

প্রকাশিতঃ 8:53 am | July 21, 2023

কালের আলো রিপোর্ট:

নির্বাচনী বছরে উত্তপ্ত হয়ে ওঠেছে রাজপথ। বিশেষ করে রাজধানীমুখী রাজনীতিতে বিশৃঙ্খলা ও নাশকতা-নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা বা গণতান্ত্রিক আন্দোলনের নামে ২০১৩-১৪ সালের মতো আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি হলে শক্ত হাতে দমন করতে প্রস্তুত রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোন অবস্থাতেই শান্ত পরিবেশকে অশান্ত করার সুযোগ দেয়া হবে না। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ়প্রতিজ্ঞ খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বাধীন ডিএমপি।

বৃহস্পতিবার (২০ জুলাই) ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভাতেও আসন্ন দ্বাদশ সংসদের ভোটকে ঘিরে রাজধানীতে সহিংস পরিস্থিতি তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার শঙ্কার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ওঠে আসে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পেশাদারিত্বের সঙ্গেই সবকিছু মোকাবেলা করতে ‘টিম ডিএমপি’কে কঠোর নির্দেশনা দিয়েছেন। বাতলে দিয়েছেন রাজনৈতিক স্পর্শকাতর ঘটনায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের সুচিন্তিতভাবে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার কৌশলও। খবর সংশ্লিষ্ট সূত্রের।

ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা কালের আলোকে বলেন, সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সব পর্যায়ের পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পলিটিক্যাল মুভমেন্ট বাড়ছে। এ সময় বাড়তে পারে রাজনৈতিক অস্থিরতা। ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পরিস্থিতিও তৈরি হতে পারে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্পর্শকাতর ঘটনাগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না।

সূত্র জানায়, ইতোপূর্বে আগুন সন্ত্রাসে জড়িতদের নজরদারিতে রাখার পাশাপাশি এলাকাভিত্তিক ‘বিশৃঙ্খলাকারী’দের তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। একই সঙ্গে ওই সময় বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর বিচার কার্যক্রম মনিটরিংয়ে রাখতে বলা হয়েছে। অরাজক পরিস্থিতি মোকাবিলায় থানার সব ধরনের সরঞ্জামাদি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

অন্যান্য বিষয়েও ডিএমপি কমিশনারের কড়া বার্তা
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নির্দেশনা দেন। যেকোনো একটি দিনে ডিএমপির সব বিভাগে একযোগে ডেঙ্গু প্রতিরোধী কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত হয়।

ডিএমপি সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীতে ছিনতাইকারী গ্রেপ্তার হলেও ছিনতাই না কমার কারণ জানতে চান ডিএমপি কমিশনার। তিনি ডিএমপির ৫০ থানার ওসিদের ছিনতাই বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। থানা ও এলাকাভিত্তিক ছিনতাইকারীদের তালিকা হালনাগাদ করতে বলা হয়।

রাতের বেলা পুলিশের টহল নিয়েও প্রশ্ন তোলেন রাজধানীর এই পুলিশপ্রধান। তিনি নিজের অভিজ্ঞতার জানিয়ে বলেন, রাতে অনেক সময় সড়কে টহল গাড়িগুলো দেখা যায় না। তিনি যথাযথ টহল কার্যক্রম পরিচালনা ও দেখভাল করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি ঢাকার যানজট নিরসনে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখার জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

কালের আলো/এমএএএমকে