আরসার শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ গ্রেফতার
প্রকাশিতঃ 10:54 am | July 22, 2023
কালের আলো রিপোর্ট:
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্ত্যুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২১ জুলাই) রাতে টেকনাফের শামলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নূর মোহাম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরসা সন্ত্রাসীদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র্যাবের অভিযান চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/ডিএস/এমএইচ