প্রধান নির্বাচক হতে নারাজ হাফিজ, ছেলের চিন্তায় অনিচ্ছুক মঈনও
প্রকাশিতঃ 12:55 pm | July 23, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
হারুন রশিদ দায়িত্ব ছাড়ার পর থেকেই পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ খালি। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বে নতুন ম্যানেজম্যান্ট কমিটি হন্যে হয়ে খুঁজছে একজন প্রধান নির্বাচক। কিন্তু অনেকেই এই দায়িত্ব নিতে চাচ্ছেন না।
তাদের মধ্যে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। হাফিজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি প্রধান নির্বাচকের পদে আগ্রহী নন। বরং তৃণমূলে কাজ করার সুযোগ পেলে করতে পারেন, এমন ইচ্ছে হাফিজের।
আরেক নামজাদা সাবেক ক্রিকেটার রশিদ লতিফও এই মুহূর্তে প্রধান নির্বাচকের পদ নিতে নারাজ। তিনি জানিয়েছেন, অতীত অভিজ্ঞতা থেকে আর এই পদে আগ্রহ নেই তার।
পাকিস্তান দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মঈন খানকে নিয়েও আলোচনা আছে। তবে পিসিবির চেয়ারম্যান এখনও তার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারেননি।
সূত্র জানিয়েছে, মঈনও পিসিবির কোনো ক্রিকেট কার্যক্রমে সম্পৃক্ত হতে ভয় পাচ্ছেন। কেননা তার ছেলে আজম খান জাতীয় দলের আশপাশেই আছেন। মঈনের শঙ্কা, যদি তিনি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নেন, তবে আজম খানের ক্যারিয়ারে বাড়তি চাপ পড়বে। বাবা পদে আছেন বলে বাড়তি সুবিধা পাচ্ছেন ছেলে, এমন কথাও উঠতে পারে।
সবমিলিয়ে প্রধান নির্বাচকের চেয়ারটা পূরণ করার মতো যোগ্য লোক এখন খুঁজে পাওয়াই দায় হয়ে গেছে পিসিবির। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় আসর। তার আগেই প্রধান নির্বাচক হিসেবে কাউকে নিয়োগ দিতে চাইছে পিসিবি।
সূত্র: ক্রিকেট পাকিস্তান
কালের আলো/এমএইচ/এসবি