রাঙ্গামাটিতে সেনা অভিযানে রাইফেল সহ আটক ৩
প্রকাশিতঃ 4:15 pm | December 27, 2018
জেলা প্রতিবেদক, কালের আলো:
রাঙ্গামাটির বিলাইছড়িতে অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। আটকৃতরা সবাই আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস(মূলদল) এর সদস্য।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বঙ্কিংম চন্দ্র তঞ্চংগ্যা (৪৬), পাভেল তঞ্চংগ্যা (২২) ও যতীন কান্তি তঞ্চংগ্যা।
আরো পড়ুন:
৩৮৯ উপজেলায় সেনাবাহিনীর ১৫২৩টি টহল
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল, তিন রাউন্ড এ্যামুনিশন ও চারটি চাইনিজ চাকু উদ্ধার করা হয়েছে।
কালের আলো/এএ/এমএইচএ