ক্রীড়া সংগঠক পদ পাওয়ার পর প্রথমবার বৈঠকে মাশরাফী
প্রকাশিতঃ 11:19 am | July 27, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দলীয় পদ পাওয়ার পর প্রথমবারের মতো সারাদেশের ক্রীড়া সংগঠকদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। এ বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের নানান পরিকল্পনার পাশাপাশি আগামী নির্বাচন প্রসঙ্গও উঠে আসে।
এ সময় বৈঠকে দলীয় ফোরাম থেকে কোনো ফেডারেশনে হস্তক্ষেপ না করার আহ্বান জানান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে, গেল বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান মাশরাফী। এরপর এবারই প্রথমবারের মতো ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে মতবিনিময় সভায় বসলেন।
বৈঠকে সরকারের গৃহীত পদক্ষেপ থেকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পরিকল্পনা গ্রহণের কথা জানান ম্যাশ। তবে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দলীয় ফোরামের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন মাশরাফী। বৈঠক শেষে দলের যুব ও ক্রীড়া উপকমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানানো হয়।
বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এসবি