৩৮৯ উপজেলায় সেনাবাহিনীর ১৫২৩টি টহল
প্রকাশিতঃ 8:35 pm | December 27, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৪ ডিসেম্বর থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। মোতায়েনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের দায়িত্বপ্রাপ্ত ৩৮৯টি উপজেলায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনারা।
টহলের অংশ হিসবে মোতায়েনের পর থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৩৯৯৮টি টহল পরিচালনা করেছে সেনাবাহিনী। এর মধ্যে আজ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সারাদেশের দায়িত্বপ্রাপ্ত ৩৮৯টি উপজেলায় মোট ১৫২৩টি টহল পরিচালনা করেছে বাহিনীটি।
আরো পড়ুন:
রাঙ্গামাটিতে সেনা অভিযানে রাইফেল সহ আটক ৩
নিয়মিত টহলের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উল্লেখ্য, সারাদেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় গত ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।