ডেঙ্গু চিকিৎসায় বিএসএমএমইউতে আরও ২৮ শয্যা
প্রকাশিতঃ 6:03 pm | July 27, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিদ্যমান ডেঙ্গু কর্নারে রোগীর স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণ করা হয়েছে। ডেঙ্গু কর্নারে নতুন করে আরও ২৮টি শয্যা বাড়ানো হয়েছে। এর ফলে হাসপাতালটিতে ডেঙ্গুর শয্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮টি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ডেঙ্গু কর্নারের সম্প্রসারিত অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের এফ-ব্লকের (ক্যান্সার ভবন) দ্বিতীয় তলায় এসব শয্যা উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে এমন চলতে থাকলে সামনে রোগীদের আমরা কোথায় জায়গা দেব তা ভাবনার বিষয়। এজন্য আমাদের নতুন জায়গা করতে হয়েছে। প্রথমে আমাদের সাধারণ জরুরি বিভাগে ডেঙ্গু কর্নার ছিল, রোগী বৃদ্ধি পাওয়ায় আমরা ই-ব্লকে নতুন কর্নার সম্প্রসারণ করি। রোগী আরও বৃদ্ধি পাওয়ায় আজ এফ ব্লকেও আমরা নতুন আরও ২৮টি শয্যা সংযোজন করেছি। এরপরেও যদি শয্যা লাগে তবে আমাদের যতটুকু জায়গা আছে সেখানে শয্যা বাড়ানো হবে। কিন্তু আমরা সব মানুষকে সেবা দিতে পারব না। আরও যেসব সরকারি-বেসরকারি হাসপাতাল আছে তাদেরও ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় এগিয়ে আসতে হবে।
ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসার অভাবে যেন ডেঙ্গু রোগীর মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কিছু কাজ করতে হবে। এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে। কোথায় কোথায় এডিস মশার লার্ভা আছে তা খুঁজে বের করতে হবে। এখন এডিস মশা সব জায়গায় হয়। মশা দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। আবদ্ধ জলাধার থাকলে সেটি পরিষ্কার করতে হবে। ছাদ কৃষি হোক, আর ছাদে বৃষ্টির পানি জমুক, তাও দ্রুততর সময়ে পরিষ্কার করতে হবে। বাড়ির আশপাশে পানির পাত্র থাকলে তা উল্টে দিতে হবে। এসব করলে কিছু লার্ভা কমে যাবে। প্রয়োজনে এডিস মশার লার্ভা নিধনে কীটনাশক দিতে হবে।
রোগীদের সতর্ক করে বিএসএমএমইউ উপাচার্য বলেন, জ্বর হলে প্রথম দিনেই এনএসওয়ান পরীক্ষা করতে হবে। চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। সব রোগীকে হাসপাতালে ভর্তি হবে না। তবে চিকিৎসকের সংস্পর্শে থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাউদ্দীন শাহ্, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।
কালের আলো/এমএইচ/এসবি