শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর ও বাসে আগুন
প্রকাশিতঃ 4:31 pm | July 29, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিজের মোটরসাইকেল ভাঙচুরের শিকার এক ব্যক্তি।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাঙচুর ও আগুনের শিকার হওয়া বাসটি ওয়েলকাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব, ১৩-০৬৩৮)। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার হওয়া একটি মোটরসাইকেলের মালিক কামাল হোসেন বলেন, বিএনপির একটি ঝটিকা মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হকার পারভেজ বলেন, হঠাৎ করেই বিএনপির এক-দেড়শো মানুষের একটি মিছিল থেকে বাস ভাঙচুরের পরে তাতে আগুন ধরিয়ে দেয়। একটা মোটরসাইকেল ও প্রাইভেটকারও ভাঙচুর করেছে তারা।
ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান জানান, প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়।
শেরে বাংলা থানার ডিউটি অফিসার ইশরাত জাহান বলেন, ভাঙচুর ও আগুনের ঘটনার খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাচ্ছেন।
কালের আলো/ডিএস/এমএইচএ