টেবিল ভরা খাবারে গয়েশ্বরকে আপ্যায়ন করলেন ডিবিপ্রধান হারুন

প্রকাশিতঃ 6:05 pm | July 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বিএনপির এ জ্যৈষ্ঠ নেতাকে পরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন গয়েশ্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পাতে খাবার তুলে দিচ্চেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। টেবিলে রাখা নানান পদ। সঙ্গে কয়েক রকমের ফলও।

জানা গেছে, গয়েশ্বরকে সেখান থেকে হেফাজতে নিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাসপাতাল হয়ে বিএনপিনেতাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানেই তাঁর জন্য মধ্যহ্নভোজের আয়োজন করেন ডিবিপ্রধান হারুন।

পৃথক দুটি ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে হরেক পদের খাবার সাজানো। চেয়ারে বসা গয়েশ্বর ও ডিবিপ্রধান হারুন খাবার খাচ্ছেন। হারুন নিজ হাতে গয়েশ্বর রায়কে খাবার তুলে দিচ্ছেন।

জানা গেছে, মধ্যাহ্নভোজের মেন্যুতে খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন।

ডিবিপ্রধান হারুন বিএনপিনেতা গয়েশ্বর চন্দ্রের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত থাকা ডিবির একাধিক কর্মকর্তা।

তারা জানান, ওইসময় বিএনপি নেতা ও ডিবিপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন। ডিবিপ্রধানের অফিসে কেউ এলে আপ্যায়ন করানো নতুন কিছু নয় বলেই তাদের মন্তব্য।

এর আগে বিকাল ৩টার কিছু সময় পর গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেয় ডিবি। এর আগে বেলা ১১টার দিকে ধোলাইখালে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে তাকে পুলিশ হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে দলটির কর্মীরা ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছিল। তারা সড়ক অবরোধ করায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে লাঠিচার্জ, টিয়ারগ্যার নিক্ষেপের মতো ঘটনা ঘটে।

রাজধানীর বেশকয়েকটি জায়গায় সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশ বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করেছে। এছাড়া পুলিশের শটগানের গুলিতে আহত ছয় ছাত্রদল ও যুবদল নেতা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।

কালের আলো/বিএসবি/এমএইচ