স্বামী সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন ডোনার!

প্রকাশিতঃ 11:01 am | July 31, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কারও কাছে মহারাজ। কারও কাছে ক্যাপ্টেন। আবার কারও কাছে সৌরভ। তবে অনেকের কাছে তিনি দাদা হিসেবেই বেশ পরিচিত। তবে মজার বিষয় হচ্ছে, তিনি তার স্ত্রী ডোনা গাঙ্গুলির কাছে কখনও কখনও স্বামী আবার কখনও কখনও দাদা!

সৌরভ যে বহু মানুষের কাছে দাদা, তা নিয়ে নিশ্চয়ই বাড়িতে ঠাট্টাও করেন ডোনা। কারণ তিনি একটি পোস্টে সেরকমই ইঙ্গিত দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে বাবা, আরেকদিকে স্বামীকে নিয়ে ছবি পোস্ট করলেন ডোনা গাঙ্গুলি। আর মজা করে ক্যাপশন লিখলেন- উইথ বাবা অ্যান্ড দাদা। সঙ্গে জুড়ে দিলেন ইমোজি।

পোস্টটি যে নেহাতই মজা করে করা, তা আর কারও বুঝতে বাকি রইল না। তাই কমেন্ট বক্সে পড়ল মজার মজার সব কমেন্টস।

সৌরভ-ডোনার প্রেম কাহিনি কমবেশি সবারই জানা। তাদের মেয়ে সানা এখন পড়াশোনার জন্য থাকেন লন্ডনে।

সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্যের জন্য লন্ডনে গিয়েছিলেন দাদা। সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা।

কালের আলো/এমএইচ/এসবি