ডুরান্ড কাপ ফুটবলে কলকাতার ইস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ড্র
প্রকাশিতঃ 10:36 pm | August 06, 2023
কালের আলো ডেস্ক:
ভারতে ডুরান্ড কাপ ফুটবলে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৮ আগস্ট) কলকাতার যুব ভারতী ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলার শুরুতেই পেনাল্টি থেকে গোল পেয়ে যায় ইস্ট বেঙ্গল। বিরতির ঠিক আগমুহূর্তে আরও একটি গোল। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। রক্ষণভাগও হয়ে ওঠে শক্তিশালি। সঙ্গে ধার বাড়ায় আক্রমনে। পরে ৮৭ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে ব্যবধান কমায় সেনাবাহিনী। ১০ মিনিট পর খেলা যখন শেষ প্রান্তে, ঠিক যখন রেফারি শেষের বাঁশি বাজাবেন তখন গোল করে মেরাজ প্রধান।
তাতে ম্যাচ সমতায় গড়ায়। প্রায় হারতে বসা ম্যাচে ফিরে ঘুরে দাঁড়ায় সেনাবাহিনী। ইস্ট বেঙ্গলের নিশ্চিত জয় ছিনিয়ে আনে তারা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১০ আগস্ট পাঞ্জাব এফসির সঙ্গে লড়াইয়ে নামবে বাংলাদেশ সেনাবাহিনী।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদের নিজ উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল প্রথম বারের মত এশিয়ার সবচেয়ে প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
কালের আলো/ডিএস/এমএম