বোর্ড প্রধান পাপনের কাঁধে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব!

প্রকাশিতঃ 5:20 pm | August 08, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অধিনায়ক নিয়ে বিসিবির নাটকীয়তার যেন শেষই হচ্ছে না। গত বৃহস্পতিবার ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল।

এরপর পাঁচদিন পেরিয়ে গেছে। তবে এখনও নতুন অধিনায়ক বেছে নিতে পারেনি বিসিবি। মঙ্গলবার এক জরুরি সভা ডাকা হয়েছিল।

এখান থেকেও অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা। সভাশেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান, অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। দুয়েকদিনের মধ্যেই সম্ভব্য অধিনায়কদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন তিনি।

জালাল বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। ’

‘উনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে ক্যাপ্টেনসির জন্য তাদের সঙ্গে কথা বলে উনি আমাদের…আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে বিফোর ১২ আগস্ট আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো। ’

কালের আলো/এমএইচ/এসবি