ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

প্রকাশিতঃ 7:40 pm | August 09, 2023

কালের আলো ডেস্ক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৮৪৪ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ৯২ জন ঢাকার। এক হাজার ৭৫২ জন অন্যান্য বিভাগের।

বুধবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫২ জনের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৪২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই চার হাজার ৪২১ জন। বাকি পাঁচ হাজার ছয় জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৫ হাজার ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৬৫ হাজার ২৯০ জন।

কালের আলো/ডিএস/এমএম