জঙ্গি দল ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’কে নিষিদ্ধ ঘোষণা

প্রকাশিতঃ 6:46 pm | August 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের শান্তি শৃঙ্খলার পরিপন্থি এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে বুধবার (০৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে।

তাতে বলা হয়েছে, সরকারের কাছে এই মর্মে প্রতীয়মান হয় যে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’

এদিকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “২০২২ সালের ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ তরুণ নিখোঁজ হয়। ওই ঘটনায় নিখোঁজদের পরিবার কুমিল্লার কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করে।

“নিখোঁজ তরুণদের উদ্ধারে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে র‍্যাব ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামক একটি নতুন জঙ্গি সংগঠন সক্রিয় থাকার তথ্য পায়। র‍্যাব জানতে পারে যে, এই সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’-এর সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে।”

তিনি বলেন, ‘পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে এই জঙ্গি সংগঠনের আমীর আনিসুর রহমান ওরফে মাহমুদসহ ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পাহাড়ে অবস্থান, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে জঙ্গিদের সহায়তার জন্য ‘কেএনএফ’-এর ১৭ নেতা-সদস্য গ্রেপ্তার হয়েছে।’

র‍্যাব মুখপাত্র বলেন, ‘র‍্যাব নতুন এই জঙ্গি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তথ্যাদি সর্বপ্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’কে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়।’

কালের আলো/ডিএস/এমএম