আজ থেকে বন্ধ সব কোচিং সেন্টার

প্রকাশিতঃ 11:28 am | August 14, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা-২০২৩ শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট। আর এ উপলক্ষে প্রশ্নফাঁস এড়াতে সারাদেশে সব কোচিং সেন্টার সোমবার (১৪ আগস্ট) থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তথা প্রায় দেড়মাস বন্ধ থাকবে।

গত মঙ্গলবার (০৮ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা জানান।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁস এড়াতে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আগামী ১৭ আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি বোর্ডের পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

কালের আলো/এমএইচ/এসবি