শুটিং স্পোর্ট ফেডারেশনের মানবিক উদ্যোগ, নিশ্চিত হচ্ছে শুটার সোবহানের সুচিকিৎসা

প্রকাশিতঃ 9:40 pm | August 26, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

রংপুর রাইফেলস্ ক্লাবের ১৯৬৪ সালে গোড়াপত্তনের পর প্রথমবারের মতো শেখ কামাল যুব গেমসে স্বর্ণ পদক জিতেন আব্দুস সোবহান। স্বপ্নজয়ের আগেই হঠাৎ চরম দারিদ্র‍্য জর্জর জীবনে যেন নেমে আসে অশুভ কালো ছায়া। প্রতিভাবান এই তরুণের দু’টি কিডনিই বিকল। মরণ রোগে আক্রান্ত এই তরুণ শুটারের সুচিকিৎসা নিশ্চিতে কার্যকর সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন কার্যালয়ে দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তাম্র ও স্বর্ণ পদক জয়ী আব্দুস সোবহানের চিকিৎসা সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পঞ্চম হামিদুর রহমান ইয়ুথ জাতীয় শুটিং চ্যাম্পিয়নশীপে তাম্র পদক ও শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে স্বর্ণ পদক জিতেন রংপুর রাইফেলস্ ক্লাবের শুটার আব্দুস সোবহান।

সূত্র জানায়, মাস কয়েক আগে রংপুর বিভাগের হয়ে সোবহান স্বর্ণ পদক জয়ের ফলে আয়োজিত সংবর্বধনা অনুষ্ঠানের আগে জানা যায় তাঁর দুটি কিডনি প্রায় অকেজো। এরপর লাল-সবুজের জার্সি গায়ে বিশ্ব জয়ের স্বপ্ন তাড়া করা আব্দুস সোবহানের আর্জি স্পর্শ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের হৃদয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য শুটিং স্পোর্ট ফেডারেশনের উদ্যোগে নতুন স্বপ্ন আর আশায় বুক বেঁধেছে তরুণ শুটার আব্দুস সোবহান ও তাঁর পরিবার। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মানবিক এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনেও।

কালের আলো/এমএএএমকে