আরও দৃঢ়তর বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর সম্পর্কের বন্ধন

প্রকাশিতঃ 8:56 pm | August 29, 2023

কালের আলো রিপোর্ট:

দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ থেকেই শুরু হয় ট্রাই সার্ভিসেস স্টাফ টক বা টিএসএসটি। সময়টি ২০১৯ সাল। এরপর ২০২২ সালে ভারতে দ্বিতীয়বারের অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার টিএসএসটি। একই গতিধারায় এবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ট্রাই সার্ভিসেস স্টাফ টক বা টিএসএসটি।

মঙ্গলবার (২৯ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে তৃতীয় ট্রাই সার্ভিসেস স্টাফ টকের মধ্যে দিয়ে আরও দৃঢ়তর হবে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর সম্পর্কের বন্ধন। এই সংলাপে প্রাণবন্ত হয়েছে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার আস্থা ও বন্ধুত্বের জ্যোতিও।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই সংলাপে উভয় দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সামরিক বিষয়সমূহ সংক্রান্ত আলোচনা করা হয়। বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং ভারতের পক্ষে এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র ভারতের সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের কথা সব সময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতীয় সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বিশ্বাস যেমন বেড়েছে তেমনি জোরদার হয়েছে সুসম্পর্কও। দেশ দু’টির এই সম্পর্ক বহুমাত্রিক, বহুমুখী ও সর্বদা বিকাশমান। এছাড়াও রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ সবক্ষেত্রে দু’দেশের সম্পর্ক অনেক দৃঢ়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সাথে সামরিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বকে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আরও জানায়, বাংলাদেশ ও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণে সহযোগিতা প্রদানের জন্য ভারতের ক্রমাগত সহায়তা অত্যন্ত সুস্পষ্ট। প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক সদস্য ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহন করে। একইভাবে ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরাও বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। দুই দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক সঙ্গে কাজ করে আসছে।

পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান’র সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান এয়ার ভাইস মার্শাল আশিষ ভোহরা, ভিএসএম সৌজন্য সাক্ষাৎ করেন।

কালের আলো/এমএএএমকে