প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই হাঁটতে চান ডিআইজি নিবাস চন্দ্র মাঝি
প্রকাশিতঃ 1:53 pm | February 06, 2018
অ্যাক্টিং এডিটর | কালের আলো:
প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়তে মনোনিবেশ করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। হাঁটতে চান প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের কার্যক্রমকেও ডিজিটালাইজেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন তিনি।
ডিআইজি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব বিভাগকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়তে কাজ করছে। আমিও প্রধানমন্ত্রীর নির্দেশিত সেই পথেই হাঁটতে চাই। ময়মনসিংহ পুলিশের দায়িত্বসমূহ ডিজিটালাইজেশন করতে চাই।’
সম্প্রতি দৈনিক কালের আলোর সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন স্পষ্ট কথার মানুষ হিসেবে পরিচিত গুণী এ পুলিশ কর্মকর্তা।
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সম্ভ্রান্ত এক পরিবারে জন্ম নেয়া নিবাস চন্দ্র মাঝি ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। পুলিশের অষ্টম ব্যাচের এ কর্মকর্তা ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) ডিগ্রী লাভ করেন।
পুলিশ সুপার (এসপি) হিসেবে ইতোপূর্বে তিনি শেরপুর, পাবনা, চাপাইনবাবগঞ্জ, কক্সবাজার এবং চট্টগ্রাম রেলওয়ে জেলার দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জে এবং ডিআইজি হিসেবে পুলিশ কমিশনার সিলেট, প্রতিষ্ঠাতা ডিআইজি টুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ’র দায়িত্ব পালন করেন।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে যোগদানের আগে নিবাস চন্দ্র মাঝি খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে সুনাম ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পুলিশের ময়মনসিংহ রেঞ্জে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিআইজি হিসেবে তাঁর সাফল্য ও প্রভাব ইতিবাচক।
তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ময়মনসিংহ সদর, নগর কিংবা রেঞ্জের অন্য জেলাগুলোতেও সমকালীন অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। মামলা মোকদ্দমার সংখ্যাও কমেছে। এমনকি মিথ্যা মামলার সংখ্যাও কমে এসেছে। এর প্রভাব পড়ে সমাজ জীবনেও। কমে গেছে দাঙ্গা হাঙ্গামা বা উত্তেজনার ঘটনা প্রবাহ। মাদকের বিরুদ্ধেও তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি ময়মনসিংহ রেঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে।
ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলেন না ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এটি যেন ধাঁচে নেই তাঁর। আবার খুব সহজেই সন্তুষ্ট হতে চান না। ভাল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান। নিজেকে নিংড়ে দিতে চান। ময়মনসিংহকে তিনি দেখতে চান মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত এক বিভাগ হিসেবে।
এ বিষয়ে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, ‘মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়ার চ্যালেঞ্জ ছিল আমার। সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছি। এসব কাজে পুলিশের কোন সদস্য জড়িত থাকলে কোন ছাড় নেই। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’ জোর দিয়ে বলেন এ ডিআইজি।
কালের আলো/এমকে