সেনাপ্রধানদের দ্বিপাক্ষিক বৈঠক, পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্ব জেনারেল শফিউদ্দিনের

প্রকাশিতঃ 4:55 am | September 04, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বৈশ্বিক মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অনন্য সম্মিলন। নিজেদের মধ্যকার সম্পর্ক ঝালিয়ে নেওয়ার পাশাপাশি অভিজ্ঞতা ভাগাভাগি ও সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধ এক প্রয়াস। অস্ট্রেলিয়ার পার্থ শহরে ২৯ থেকে ৩০ আগস্ট চলতি বছরের চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশ নিয়ে নিজ নিজ স্থলবাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

বন্ধুভাবাপন্ন হাইপ্রোফাইল সামরিক কর্মকর্তাদের এই বিশ্বসভায় বাংলাদেশের সেনাপ্রধানের এই আহ্বানকে নানাদিক থেকে তাৎপর্যমণ্ডিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পেশাদারি সম্পর্কোন্নয়নের তাগিদ দিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ ও স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

অটুট দৃঢ়তায় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারে জেনারেল শফিউদ্দিন আহমেদ’র তাগিদ যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সেনাপ্রধানদের মাঝে অনুরণিত হয়েছে। উৎসাহিত করেছে সহযোগিতা এবং সম্মিলিত পদক্ষেপের মনোভাবকেও, এমন মত বিশ্লেষকদের।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চিফ অব আর্মি সিম্পোজিয়াম এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ শেষে গত ২ সেপ্টেম্বর রওনা দিয়ে রবিবার (০৩ সেপ্টেম্বর) দেশে ফিরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে গত সোমবার (২৮ আগস্ট) তিনি সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

কালের আলো/এমএএএমকে