সাকিব-মুশফিকের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রকাশিতঃ 5:19 pm | September 06, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ: ১৭ ওভারে ৮৩/৪ (সাকিব ২১, মুশফিক ১৭, হৃদয় ২, নাঈম ২০, লিটন ১৫, মিরাজ ০)

৪৭ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধারে লড়াই করছেন সাকিব আল হাসান ও মুশপিকুর রহিম। পঞ্চম উইকেটে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েছেন তারা।

রউফের দ্বিতীয় শিকার হৃদয়

পাকিস্তানের পেস আক্রমণে কাঁপছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। পঞ্চাশের আগেই পড়েছে গেছে চার উইকেট। ৪৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে তাওহীদ হৃদয়কে আউট করলেন তিনি। ৯ বলে ২ রানে বোল্ড হন বাংলাদেশি ব্যাটার। টানা দুই ওভারে দুটি উইকেট নিলেন পাকিস্তানের পেসার। পাওয়ার প্লের ১০ ওভারে ছন্নছাড়া বাংলাদেশ, ৪ উইকেটে রান ৪৯।

রউফকে ফিরতি ক্যাচ দিলেন নাঈম

অষ্টম ওভারে হারিস রউফ বল হাতে নিতেই বাংলাদেশ তৃতীয় উইকেট হারালো। মোহাম্মদ নাঈম তার তৃতীয় বলে তাকে ফিরতি ক্যাচ তুলে দেন। ২৫ বলে চারটি চারে ২০ রান করেন তিনি। ৪৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের।

আক্রমণাত্মক শুরুর পর আ্উট লিটন

স্কোরবোর্ডে রান না হতেই মেহেদী হাসান মিরাজ আউট হন। ক্রিজে নামেন লিটন দাস। শুরুটা ছিল আগ্রাসী। চতুর্থ বলে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন।

পরের দুই ওভারে নাঈম ও লিটন মিলে ২২ রান তোলেন। দুজনেই ছিলেন আগ্রাসী। পঞ্চম ওভারে ভেঙে যায় তাদের জুটি। শাহীন শাহ আফ্রিদির এক্সট্রা বাউন্সের বলটি কিপারের হাতে তুলে দেন লিটন। ১৩ বলে ১৬ রানে থামেন তিনি।

গোল্ডেন ডাক মারলেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে চোখ ধাঁধানো ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। সুপার ফোরের প্রথম ম্যাচে দিনটা তার ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই নাসিম শাহর শিকার তিনি। মারলেন গোল্ডেন ডাক।

ওপেনার মোহাম্মদ নাঈম প্রথম ওভারে শাহীন শাহ আফ্রিদির কাছ থেকে কোনও রান আদায় করতে পারেননি। পরের ওভারে স্ট্রাইকে যান মিরাজ। নাসিমের প্রথম বলেই তিনি স্কয়ার লেগে ফখর জামানের ক্যাচ হন।

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হচ্ছে দুই দলের ম্যাচ। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্তর জায়গায় লিটন দাস ঢুকেছেন।

টস জয়ী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে তাদের চাপে ফেলতে পারবো। আফগানিস্তানের বিপক্ষে করা পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই। কিন্তু আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি, তাই আমাদের সেরা খেলতে হবে। তাদের শক্তি জানি, দুর্বলতাও। সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে এবং আমরা প্রস্তুত। লিটন শান্তর জায়গায়।’

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

কালের আলো/টিআর