হাইভোল্টেজ ম্যাচে যেমন থাকবে আবহাওয়া
প্রকাশিতঃ 2:04 pm | September 09, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কলম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম। প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে দেখা দিয়েছে বন্যা। তারপরেও লঙ্কান রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের প্রেস্টিজিয়াস সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে এখানেই আজ (শনিবার) খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আর এই ম্যাচ ঘিরে দুই দলের প্রধান দুশ্চিন্তার নাম বৃষ্টি।
আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কায় বর্ষাকাল চলে। এশিয়া কাপে এখন পর্যন্ত এখানে অনুষ্ঠিত সব ম্যাচেই ছিল বৃষ্টির হানা। দুই ম্যাচে ফলাফল এলেও একটি ম্যাচ পুরোপুরি ভেসে গিয়েছে বৃষ্টির কারণে। তবে সেই ম্যাচগুলো ছিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। যেখানে বৃষ্টির শঙ্কা আদতেই খানিক কম থাকে।
আর কলম্বোতে চলছে ভরা বর্ষার মৌসুম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টি হানা দেবে এমন শঙ্কা আবহাওয়াবিদদের। পূর্বাভাস বলছে, দিনভরই বৃষ্টি হতে পারে কলম্বোতে। এমনকি ঝড়ের সম্ভাবনাও আছে। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।
এমন বৃষ্টি থাকলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় নূন্যতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে টাইগারদের জন্য।
উল্লেখ্য,এশিয়া কাপে সুপার ফোর পর্বে কেবল ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। ফাইনাল ছাড়া এটিই একমাত্র ম্যাচ যেখানে রিজার্ভ ডে আছে। বৃষ্টির শঙ্কায় আছে বাংলাদেশের আজকের ম্যাচেও।
এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। টাইগার কোচের বক্তব্য, আমি আগে কখনো কোনো টুর্নামেন্টে এরকম কিছু দেখিনি। টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন হওয়া আমার জন্য নতুন বিষয়।
কালের আলো/টিআর