ঢাকায় প্রকাশ্যে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

প্রকাশিতঃ 2:19 pm | September 09, 2023

নিজস্ব প্রতিবেদক. কালের আলো:

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ধারণ করা হয়। পরে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় র‍্যাব এ তথ্য জানায়। র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা ও বাগেরহাটে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম খুদে বার্তায় উল্লেখ করেছে র‍্যাব। তাঁরা হলেন রাফাত, তুষার ও আহমেদ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজ বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাঁরা সাতজনকে গ্রেপ্তার করেছেন।

ঘটনাটি নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

ঘটনাসহ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানাবে র‍্যাব। সংস্থাটির কর্মকর্তা ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

কালের আলো/টিআর