প্রধানমন্ত্রীকে ধন্যবাদ; সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সেনাপ্রধানের

প্রকাশিতঃ 8:41 pm | September 10, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উচ্চারণ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। প্রায় দুই বছর আগে তিনি সাঁজোয়া কোরের ‘৮ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। রোববার (১০ সেপ্টেম্বর) এই চার তারকা জেনারেল কোরটির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার পাশাপাশি আত্নত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে যাওয়ারও আহ্বান জানান।

এদিন বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি সাঁজোয়া কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।

সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের জন্য সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বগুড়া এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং আয়োজিত অফিসার্স এড্রেস এ অংশগ্রহণকারী অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল আহম্মেদ তাবরেজ শামস চৌধুরী এবং ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল-মামুন তাকে স্বাগত জানান। এ সময় সেনাবাহিনী প্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে নবনির্মিত সিমুলেটর কমপ্লেক্স’র শুভ উদ্বোধন এবং সিমুলেটর কমপ্লেক্সে একটি বৃক্ষরোপণ করেন।

সংশ্লিষ্টরা জানান, সাঁজোয়া কোরকে বলা হয় ‘কিং অব দ্য বাটেল’ বা সমর সম্রাট’। যেকোনো যুদ্ধের জয় পরাজয় নির্ধারণে সাঁজোয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মুখ সমরের অগ্রসেনা সাঁজোয়া কোরকে তাই বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর হিসেবে গণ্য করা হয়।

‘প্রাণ দেব মান নয়’, এই মূলমন্ত্র ধারণ করে সাঁজোয়া কোরের সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অঙ্গীকারবদ্ধ। সেনাপ্রধানের সাঁজোয়া কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিতিতে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যের মাঝে আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন ও সাঁজোয়া কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে