সেনাবাহিনীর ফুটবলে ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন, ভ্রাতৃত্ব বৃদ্ধিতে গুরুত্বারোপ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 9:44 pm | September 18, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

সেনাবাহিনীর অভ্যন্তরীণ ১৬ টি ইউনিট নিয়ে ফুটবল প্রতিযোগিতা। গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনালে অবতীর্ণ যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশন এবং টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল। ১২০ মিনিটের খেলা শেষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকার। অবশেষে ১৯ পদাতিক ডিভিশনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ৫৫ পদাতিক ডিভিশন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) যশোর সেনানিবাসে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল প্রধান অতিথি হিসেবে উপভোগ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি বলেন, ‘এ ধরণের প্রতিযোগিতাপূর্ণ খেলা সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে। আমাদের চাকরিতে ঐক্য-মনোবলের কোনো বিকল্প নেই। আজকের খেলায় আমরা যেভাবে নিজেদের ঐক্যের পরিচয় দিয়েছি এটা ধরে রাখতে হবে।’

‘বুদ্ধিমত্তা ধৈর্য্য এই সমস্ত কিছুই কিন্তু একজন ভালো খেলোয়াড়ের গুণাবলীতে থাকে। একজন যে ভালো খেলোয়াড় হবে, আমার দৃঢ় বিশ্বাস তিনি একজন ভালো সৈনিক হতে পারবে। যা আমাদের সেনাবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ’-যোগ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জানা যায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় খেলার শুরুতেই রক্ষণাত্মক মেজাজে খেলা শুরু করে ৫৫ পদাতিক ডিভিশন। তবে পিছিয়ে ছিল না ১৯ পদাতিক ডিভিশনের খেলোয়াড়রাও। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো পক্ষেই গোলপোস্টে গোল করতে পারেনি। সে কারণে অতিরিক্ত আরও ৩০ মিনিটে গড়ায় খেলা। এ সময়ও উভয় পক্ষের খেলোয়াড়রা বেশ কয়েকটি গোলের প্রচেষ্টা চালালেও গোলরক্ষদের নৈপুণ্যে সেটি ব্যর্থ হয়ে যায়। অতিরিক্ত সময়েও ফলাফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ৩-২ গোলে জয় পায় ৫৫ পদাতিক ডিভিশন। এই জয়ে উচ্ছ্বসিত বিজয়ী দলের খেলোয়াড়রা। পাশাপাশি পুরো টুর্নামেন্টজুড়ে ভালো খেলা উপহার দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন রানার্সআপ দলও।

৫৫ পদাতিক ডিভিশন ফুটবল টিমের অধিনায়ক ক্যাপ্টেন সোহানুর বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে দল ঐক্যবদ্ধভাবে খেলেছে। যার ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন ট্রফি এসেছে আমাদের ঘরে। আজকের ম্যাচটিতে অনেক প্রেসার নিয়ে খেলতে হয়েছে। যে কারণে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে সবশেষ টাইব্রেকারে গোলকিপারের নৈপুণ্যে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় সৈনিক মো: মেহেদী হাসান শ্রেষ্ঠ খেলোয়াড় ও সৈনিক মো: আরিফ হোসেন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোরের এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে