উৎসাহ দিতে আর্মি স্টেডিয়ামে সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দলের অবিস্মরণীয় আত্মপ্রকাশ
প্রকাশিতঃ 10:25 pm | September 19, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো গড়ে তোলা হয়েছে নারী ফুটবল দল। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দলটি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রচুর দর্শকের উপস্থিতিতে বিকেএসপির বিপক্ষে পূর্নিমার জোড়া গোলে জিতে দেশের ফুটবলে নিজেদের অভিষেককে রাঙিয়ে দিয়েছে তাঁরা। রোমাঞ্চকর দিনে দুরন্ত ফুটবলশৈলী উপহার দিয়ে অবিস্মরণীয় জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে বিশ্বের বুকে তুলে ধরতে নিজেদের সক্ষমতার জানান দিতে চায় ক্রীড়াঙ্গনের নতুন সাফল্যের দূত সাবিনা-মারিয়াদের এই উত্তরসূরীরা।
জানা যায়, দেশের নারী ফুটবলারদের সব সময়ই নানাভাবে উৎসাহিত করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের সংবর্ধনার পাশাপাশি এক কোটি টাকা পুরস্কারও দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকেও সংবর্ধনা দেন তিনি। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলেও বরাবরই দৃঢ় আশাবাদী তিনি। দুরন্ত জীবনের উষা লগ্নে নিজে ফুটবল ও ক্রিকেটে দুর্দান্ত ছিলেন বলেই কীনা দেশের নারী ফুটবলকে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিতে সেনাবাহিনীতে নারী ফুটবল দল গড়ে নতুন এক চমক উপহার দিয়েছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গঠনের প্রয়াসে ২০২২ সাল থেকে সেনাবাহিনীতে প্রথমবারের মত সৈনিক পদে নারী ফুটবলার ভর্তি করা হয়। সাফজয়ী নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন ডাগ আউটে সামলাচ্ছেন সেনাবাহিনীর নারী ফুটবল দলের দায়িত্ব। সামনের দিনে নারী ফুটবল লিগে খেলারও কথা রয়েছে দলটির। সেই লক্ষ্য নিয়েই পুরোদমে কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী নারী ফুটবল দল।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল ও বিকেএসপি নারী ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। উৎসাহ দিয়েছেন খেলোয়াড়দের। পরে বিজয়ীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।
জানা যায়, দেশের ক্রীড়াঙ্গনে গৌরবগাঁথা সাফল্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। ১৯৭৩ সালে পুরুষ ফুটবল দলের যাত্রার পর থেকে আন্ত:বাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় নারী ফুটবলেও দেশবাসীকে আনন্দ ও গৌরব করার মুহূর্ত উপহার দিতে দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে সেনাবাহিনীতে নারী ফুটবল দলের গোড়াপত্তনের মাধ্যমে নতুন এক ইতিহাস রচনা করেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
প্রীতি এই ফুটবল ম্যাচে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসাররা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে