বিশ্বকাপের দল ঘোষণার নতুন সময় জানিয়ে দিল বিসিবি
প্রকাশিতঃ 6:06 pm | September 26, 2023
স্পোটর্স ডেস্ক, কালের আলো:
অভিনব পন্থায় ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকাল ৫ টা ৪৫ মিনিটে বিসিবির সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ঘোষণার পাশাপাশি জার্সি উন্মোচন করার কথা ছিলো সংস্থাটির। কিন্তু একটু আগে আবার পোস্ট দিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছে তারা।
পোস্টে বলা হয়েছে, ‘আমাদের কিছুটা বিলম্ব হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে আমরা দল ঘোষণা করবো। বিসিবির সকল ডিজিটাল মাধ্যম ও সামাজিক মাধ্যমে চোখ রাখুন।’
এদিকে, সোমবার থেকেই গুঞ্জন আনফিট তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে চাচ্ছেন না সাকিব আল হাসান। সোমবার মধ্যরাতে এই নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সভা বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তামিম ইস্যুতে ওই রাতের সভায় সবাই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিল কিনা সেটি জানা যায়নি। তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আনফিট তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই জানা যাবে সত্যিই তামিমকে ছাড়া বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে কিনা।
কালের আলো/এমএ/বিবিএ/টিআর