পারস্পরিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ফুটবল ম্যাচ, মাঠের লড়াইয়ে জিতলো সেনাবাহিনী
প্রকাশিতঃ 8:56 pm | September 26, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক কার্যক্রম জোরদার করতে নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্দো প্যাসিফিক এন্ডেভার’। এরই ধারাবাহিকতায় এবার প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স। মাঠের লড়াইয়ে একক আধিপত্য বজায় রেখে ৫-০ গোলে ম্যাচটি জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বনানীস্থ আর্মি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই ফুটবল ম্যাচ উপভোগের পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এমন প্রীতি ফুটবল ম্যাচ দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার এইচ ই জেরেমি ব্রুআর ছাড়াও বাংলাদেশ সফরত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের এয়ার কমোডর ম্যাককরমাক উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল এবং ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরাও উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে