নতুন স্বপ্নে বিভোর গলফাররা, গলফের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার আশাবাদ সেনাপ্রধানের
প্রকাশিতঃ 5:01 am | October 06, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
নীরব আর্মি গলফ ক্লাব মুখর। সেখানে বসেছিল দেশি-বিদেশি গলফারদের মিলনমেলা। আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের সপ্তম আসর জিততে লড়াইয়ে অবতীর্ণ মোট ৭৪০ জন গলফার। জমকালো টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ বেলাল (অব:) চ্যাম্পিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অব:) ভ্যাটারান উইনার, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিম (অব:) সিনিয়র উইনার, মিসেস নিলা আজিজ লেডি উইনার ও মাস্টার মুনতাকিম জাহাঙ্গীর জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
আনোয়ার ইস্পাত ও আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টকে ঘিরে ঢাকা সেনানিবাসের সবুজ আর্মি গলফ ক্লাব যেন বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সেজেছিল বর্ণাঢ্য সাজে। সমাপনী দিনে আলোকময় ঝর্ণাধারায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী গলফাররা পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন।
তারা প্রত্যাশা করেন এমন দিন তাদের জীবনে ফিরে আসুক বারবার। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এমন টুর্নামেন্টের মধ্যে দিয়ে সিদ্দিকের মতো আরও দেশসেরা গলফার উঠে আসবে। বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা ওড়াতে পারবেন, বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবেন এমন স্বপ্নও দেখেন উদ্যমী গলফাররা।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত সোমবার (০২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিস্টিক্স এরিয়ার এরিয়া কমান্ডার এবং আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মনে করেন, ‘গলফ খেলার চর্চা সুস্থ জীবনবোধের সন্ধান দেয়। এ ধরণের প্রতিযোগিতা দেশের গলফের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি একটি সুচারু ও বর্ণাঢ্য টুর্নামেন্ট আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
কালের আলো/এমএএএমকে