টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিতঃ 2:38 pm | October 06, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে একদিন আগেই ভারতের মাটিতে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডাচ দলপতি স্কট এর্ডওয়ার্ডস।

বাংলাদেশ সময় বেলা আড়াইটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

টানা জিততে থাকা পাকিস্তান সর্বশেষ এশিয়া কাপ থেকে মুদ্রার উল্টো পিঠ দেখছে। যেন আকাশ থেকে মাটিতে প্রস্থান। অবস্থা এতটাই ভয়াবহ যে, শেষ কয়েক ম্যাচে জিততেই ভুলে গেছে বাবর আজমরা। সেই সঙ্গে খুইয়েছে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানও। বিশ্বকাপের অফিসিয়াল দুই প্রস্তুতি ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান।

অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে বাবরদের। ম্যাচটি পাকিস্তানের জন্য তুলনামূলক সহজ হলেও আগে থেকে সেটিও বলা সম্ভব নয়।

নেদারল্যান্ডসকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ডাচরা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো দলকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে এসেছে। ফলে তারাও ভালোকিছু করার সক্ষমতা রাখে পাকিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিডি বলেছেন, ‘আজকের ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা শুধু এই ম্যাচ নয়, সেমিফাইনালেও খেলতে চাই। তবে সেজন্য আমাদের ৪-৫টি ম্যাচ জিততে হবে। দারুণ ক্রিকেট খেলতে হবে। সে পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে চাই।’

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।

কালের আলো/এমএএইচইউ